ভারতের আগরতলা অভিমুখে লংমার্চের উদ্দেশ্যে আখাউড়ার দিকে যাত্রা শুরু করেছে বিএনপির তিন অঙ্গসংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।
বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে এই লংমার্চ শুরু হয় বুধবার সকাল ৯টায়। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে থেকে লংমার্চের উদ্দেশ্যে তারা যাত্রা শুরু করে।
এর আগে সকাল ৭টা থেকেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল নিয়ে জড়ো হতে থাকে তারা।
এই লংমার্চ শেষ হবে আখাউড়ায় গিয়ে। সেখানে বিএনপির এই তিন অঙ্গসংগঠন সমাবেশ করবে।
লংমার্চে যোগ দিতে ঢাকা-সিলেট মহাসড়কের যাত্রাবাড়ী, শনির আখড়া, মাতুয়াইল, সাইনবোর্ড, চিটাগং রোড, মাতুয়াইল, কাচপুর, তারাবোসহ বিভিন্ন জায়গায় পথসভায় অংশ নেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। মহাসড়কের পাশে অবস্থান নিয়েছে অনেক নেতা-কর্মী।
এসময় বিএনপির নেতাকর্মীদের হাতে ভারতবিরোধী লেখা সম্বলিত বিভিন্ন ফেস্টুন, ব্যানার নিয়ে শ্লোগান দিতে দেখা গেছে।
শত শত মাইক্রোবাস ও প্রাইভেট কার নিয়ে এই লংমার্চ শুরু হয়। গাড়িগুলোতে লংমার্চের বিভিন্ন স্টিকার লাগানো এবং গাড়ির সামনে বাংলাদেশের জাতীয় পতাকা ও বিএনপির দলীয় পতাকা ছিল।