“দূরত্ব যতই হোক, বন্ধুত্বের বন্ধন কখনো ছিন্ন হবে না”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৯ বছর পর অনুষ্ঠিত হলো দাখিল ২০১৬ ব্যাচের প্রথম পুনর্মিলনী।
সোমবার(৯ জুন) উল্লাপাড়া কামিল (অনার্স, এম.এ) মাদরাসার চেনা ক্যাম্পাসে মুখরিত হয়ে ওঠে পুরোনো বন্ধুদের পদচারণায়।
সকাল থেকেই মাদরাসা প্রাঙ্গণ ছিল উৎসবমুখর। খেলাধুলা, আড্ডা ও পুরস্কার বিতরণের মাধ্যমে শুরু হয় দিনের কার্যক্রম। দীর্ঘদিন পর একে অপরকে কাছে পেয়ে বন্ধুদের মধ্যে শুরু হয় খুনসুটি, হাস্যরস আর স্মৃতিচারণা। তাদের প্রাণবন্ত উপস্থিতি এবং হাসি-কান্না মেশানো গল্পে জমে ওঠে আয়োজনটি।
দুপুরে সবাই মিলিত হয় এক প্রীতিভোজে। পরে ক্যাম্পাসজুড়ে ফটোসেশন এবং বন্ধুত্বের গল্পগাথা দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি টানা হয়।
সাবেক শিক্ষার্থী মাহবুবুল ইসলাম সিয়াম অনুভূতি প্রকাশ করে বলেন, “এখানে এসে আমি স্মরণ করেছি আমার অতীতের স্মৃতিগুলো এবং সুন্দর কিছু সময় কাটিয়েছি। আমি মনে করি, এমন সময় আবারও আসবে।”
আয়োজকদের পক্ষ থেকে মহিউদ্দীন ত্বহা বলেন, “আলহামদুলিল্লাহ! দীর্ঘ ৯ বছর পর একসাথে হতে পেরে আমরা আনন্দিত। আজকের আয়োজন আমাদের একতাকে আরও দৃঢ় করেছে। চাই, প্রতিবছর এমন একটি অনুষ্ঠান হোক, যেখানে আমরা সবাই আবারও মিলিত হতে পারি।”