ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিটের দীর্ঘ ছয় ঘন্টার প্রচেষ্টায় সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
সচিবালয়ের ঐ ভবনে ফায়ার সার্ভিস আগুণ লাগার খবর পায় গতকাল রাত ১টা ৫২ মিনিটে। পরে ঘটনাস্থলে কাজ করে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। অবশেষে আজ সকাল ৮টা ৫ মিনিটে আগুণ নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহজাহান সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রাথমিক পর্যায়ে আগুন লাগার পর ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের সংখ্যা বৃদ্ধি করা হয়। এরপর সচিবালয় এলাকায় মোতায়েন করা হয় বিজিবি সদস্যদের।
তবে আগুণ লাগার কারণ এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন, তদন্তের পর এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।
এদিকে, পানির পাম্প থেকে লাইনের সংযোগ দিতে সড়ক পার হওয়ার সময় মো. সোহানুর জামান নয়ন নামে ফায়ার সার্ভিসের এক সদস্য ট্রাকচাপায় নিহত হয়েছেন।