ঈদুল আজহা সামনে রেখে বাড়ি ফেরা যাত্রীদের সুবিধার্থে ৫ জুনের অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।
আজ ২৬ মে সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট অনলাইনে ছাড়া হয়েছে। দুপুর ২টায় পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট পাওয়া যাবে।
যাত্রীরা একসঙ্গে সর্বোচ্চ ৪টি টিকিট সংগ্রহ করতে পারবেন এবং এসব টিকিট ফেরতযোগ্য নয়।
রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী, ৭ জুন ঈদ ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে ২১ মে থেকে। এবার শুধুমাত্র ঢাকা থেকে ছেড়ে যাওয়া আন্তঃনগর ট্রেনগুলোর আসন সংখ্যা ৩৩ হাজার ৩১৫টি।
অনলাইনে একসঙ্গে অনেক মানুষ টিকিট কেনার জন্য প্রবেশ করার কারণে কাউকে কাউকে হতাশ হতে হয়। কারণ সিট অনুযায়ী যাত্রীর সংখ্যা অনেক বেশি।