গত ২৭ ফেব্রুয়ারি ৪৭তম বিসিএসের আবেদনের সময়সীমা শেষ হয়েছে। এই বিসিএসে আবেদন করেছেন মোট ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী।
এই হিসেবে ৪৭তম বিসিএসে আবেদনকারীর সংখ্যা বিশ্বের অন্তত ৪০টি দেশের জনসংখ্যার চেয়ে বেশি।
৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭ আর নন ক্যাডার পদের সংখ্যা ২০১।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) তথ্য অনুযায়ী, এই বিসিএসে চাকরি পাবেন মোট ৩ হাজার ৬৮৮ জন।
এর আগে ৪৫তম বিসিএসে আবেদন করেছিলো ৩ লাখ ১৮ হাজার এবং ৪৬তম বিসিএসে ৩ লাখ ২৫ হাজার ৬০৮ জন।