৪৭তম বিসিএস এর আবেদন স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন(পিএসসি)।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মতিউর রহমান জানিয়েছেন, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সব ধরনের সরকারি, আধা-সরকারি চাকরির পরীক্ষায় আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ করা হলেও এখনও প্রজ্ঞাপন জারি হয়নি। প্রজ্ঞাপন জারি হলেই বিসিএসের আবেদন কার্যক্রম শুরু হবে।
তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করলে পিএসসি থেকে আবেদনের ব্যাপারে বিজ্ঞপ্তি দেয়া হবে।
এর আগে গত ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। সেখানে ১০ ডিসেম্বর থেকে বিসিএসের আবেদন শুরুর কথা বলা হয়।