৪৮তম বিশেষ বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
এ বিসিএসে মোট ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী সার্জন নেওয়া হবে ২ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে ৩০০ জন।
বৃহস্পতিবার (২৯ মে) প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই বিসিএসে অনলাইন আবেদন ও ফি জমাদান কার্যক্রম শুরু হবে আগামী ১ জুন থেকে, যা চলবে ২৫ জুন পর্যন্ত।
পরীক্ষা পদ্ধতি সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বমোট ৩০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা হবে ২০০ নম্বরের এবং মৌখিক পরীক্ষা হবে ১০০ নম্বরের।
লিখিত পরীক্ষা জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে কমিশন।
নির্দিষ্ট তারিখ ও সময় পরবর্তীতে পিএসসির ওয়েবসাইট ও সংবাদ মাধ্যমে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।