ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, ২০২৫ সালের হজ ফ্লাইট আগামী ২৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
এসময় তিনি বলেন, ১৮ এপ্রিলের মধ্যে ভিসা সম্পন্নের বাধ্যবাধকতা থাকলেও ৯টি হজ এজেন্সি বাড়ি ভাড়া ও পরিবহন চুক্তি শেষ না করায় সাড়ে ১০ হাজার হজযাত্রী অনিশ্চয়তায় পড়েছেন।
ধর্ম উপদেষ্টা জানান, এসব এজেন্সিকে শোকজ করা হয়েছে এবং যেকোনো অবহেলার দায় তাদেরই বহন করতে হবে। এছাড়া সৌদি অনলাইন প্ল্যাটফর্ম ‘নুসুক মাসার’ হঠাৎ বন্ধ হয়ে গেলে ভিসা প্রক্রিয়া ব্যাহত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এ বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন।