২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ নিয়োগবঞ্চিত ১ হাজার ১৩৭ জনের চাকরি ফিরিয়ে দেয়ার আদেশ দিয়েছেন আপিল বিভাগ। তিন মাসের মধ্যে তাদের নিয়োগ দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বিভাগ এ রায় দেন।
২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ২০০৭ সালে জরুরি অবস্থার সময় তৎকালীন সেনাশাসিত সরকার সেটি বাতিল করে। পরে দ্বিতীয়বার মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। দ্বিতীয়বার মৌখিক পরীক্ষা নেওয়ার বিষয়টি পিএসসি আইন ও বিধিতে নেই। এছাড়া বাতিল করার এখতিয়ার সরকারের নেই। আপিল বিভাগের শুনানিতে এ বিষয়টি উপস্থাপিত হয়েছে।
প্রথম মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক পরীক্ষার ফল বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্ট রিট করেন। ২০০৮ সালের ৩ জুলাই সরকারের ওই সিদ্ধান্ত বৈধ বলে রায় দেন হাইকোর্ট। পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেন রিটকারীরা।
পরে দ্বিতীয়বার মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হলে এ নিয়ে পরে হাইকোর্টে তিন রিট দায়ের করেন প্রথম পরীক্ষায় উত্তীর্ণরা। ২০২৩ সালের ১১ নভেম্বর ওই তিনটি রিট আবেদনের শুনানি নিয়ে ২৭তম বিসিএসে দ্বিতীয়বার মৌখিক পরীক্ষা গ্রহণকে অবৈধ ঘোষণা করেন হাইকোর্টের অপর একটি বেঞ্চ।