টি-টোয়েন্টি বিশ্বকাপে দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৪ সালে দ্বিতীয়বার শিরোপা জয় করেছে ভারত। এই ঐতিহাসিক সাফল্যের পেছনে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন পেসার অর্শদীপ সিং। তাঁর অসাধারণ পারফরম্যান্সের জন্য ২০২৪ সালের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের মর্যাদা লাভ করেছেন এই বাঁহাতি পেসার।
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এই বিশ্বকাপে পাওয়ার প্লে এবং ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করে ভারতের জয়ে বড় ভূমিকা রেখেছেন অর্শদীপ।
বিশ্বকাপে তিনি নিয়েছেন ১৭ উইকেট, যা তাঁকে আফগান পেসার ফজল হক ফারুকির সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারি বানিয়েছে। পুরো ২০২৪ সালে তিনি ভারতের হয়ে ১৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ৩৬টি উইকেট শিকার করেছেন, ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৭.৪৯।
বর্ষসেরার প্রতিযোগিতায় অর্শদীপের সঙ্গে সংক্ষিপ্ত তালিকায় ছিলেন পাকিস্তানের বাবর আজম, অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড এবং জিম্বাবুয়ের সিকান্দার রাজা। তবে অর্শদীপ তাঁর ধারাবাহিক পারফরম্যান্স এবং বিশ্বকাপে অসাধারণ সাফল্যের মাধ্যমে সবার চেয়ে এগিয়ে ছিলেন।
২০২৪ সালে অর্শদীপের এই অর্জন শুধু তাঁর নয়, বরং পুরো ভারতীয় ক্রিকেটের গৌরবের প্রতীক হয়ে থাকবে।