বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মধ্যে ১,৮০,০০০ জনকে মিয়ানমারে প্রত্যাবাসনের অনুমোদন দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
শুক্রবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এদিন ব্যাংককে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী উ থান শিউ বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানের কাছে এই বিষয় জানান।
ফেসবুক পোস্টে জানানো হয়, বাংলাদেশের দেওয়া ৮,০০,০০০ রোহিঙ্গার তালিকা পর্যালোচনা করে মায়ানমার ১ লাখ ৮০ হাজার জনকে প্রত্যাবাসনের জন্য নিশ্চিত করেছে।
২০১৮-২০ সালের মধ্যে বাংলাদেশ ছয় দফায় মিয়ানমারকে এই তালিকা সরবরাহ করেছিল।
এছাড়া আরও ৭০,০০০ রোহিঙ্গার চূড়ান্ত যাচাই প্রক্রিয়া এখনো চলমান, যেখানে তাদের নাম ও ছবি যাচাই করা হবে।
এটি রোহিঙ্গা সংকট সমাধানের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
মিয়ানমার সরকার আরও জানিয়েছে যে, অবশিষ্ট ৫,৫০,০০০ রোহিঙ্গার যাচাই প্রক্রিয়া দ্রুততার সাথে সম্পন্ন করা হবে।
বৈঠকে বাংলাদেশের উচ্চ প্রতিনিধি মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য সমবেদনা জানান এবং জানান যে, বাংলাদেশ যেকোনো মানবিক সহায়তা দিতে প্রস্তুত।