টানা ১৮ দিন ধরে গোলাগুলির শব্দে ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা (এলওসি) সংলগ্ন এলাকার বাসিন্দাদের রাত কাটত আতঙ্ক-উৎকণ্ঠায়। ১৮ দিন পর অবশেষে তারা একটা শান্ত রাত পার করতে পেরেছে।
গত শনিবার বিকেল ৫টায় দুই দেশ সব ধরণের সামরিক অভিযান বন্ধ রাখতে একমত হয়। তবে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ ছিলো দুই দেশেরই।
নিয়ন্ত্রণ রেখায় দুই দেশের সামরিক বাহিনী সতর্ক অবস্থানে থাকলেও সোমবার (১১ মে) দিবাগত রাতে গোলাগুলির খবর পাওয়া যায়নি।
দীর্ঘদিন পর এমন শান্ত রাত পেয়ে কিছুটা স্বস্তি ফিরে পেয়েছে সীমান্তের সাধারণ মানুষ।