কয়েকদিন ধরেই ছাত্রদের দল গঠনের আভাস পাওয়া যাচ্ছিলো। তবে এ ব্যাপারে খোলাসা করে কেউ কিছু বলছিলো না। কবে দল গঠিত হবে তারও সুনির্দিষ্ট কোন সময় জানা যায়নি। তাই বিষয়টা নিয়ে জনমনে কৌতুহল ছিলো।
অবশেষে এ ব্যাপারে মুখ খুলেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। দেশের একটি গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, আগামী ১৫ থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন দলটি আত্মপ্রকাশ করতে পারে। তবে দলটির নাম কি হবে তা এখনও চূড়ান্ত হয়নি।
সরকারে থাকা ছাত্র উপদেষ্টাদের মধ্যে থেকে কেউ ছাত্রদের এ দলের হাল ধরতে পারে বলে শোনা যাচ্ছে। এ প্রসঙ্গে নাহিদ জানান উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত তারা নেননি। এখন তারা বোঝার চেষ্টা করছেন কোথায় তাদের ভূমিকাটা সবচেয়ে বেশি হবে—সরকারের ভেতরে, বাইরে নাকি মাঠে।
তিনি বলেছেন, আমরা গণ-অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সরকারে এসেছি। আমাদের কিছু অঙ্গীকার আছে। সেটা বাস্তবায়ন করে সরকার ছাড়ার পরিকল্পনা ছিল আমাদের। সেই বিষয়টা এখন পুনর্বিবেচনা করতে হচ্ছে।