চ্যাম্পিয়ন্স লিগ মানেই নাটকীয়তা। এবারের আসরেও এর ব্যতিক্রম ঘটেনি। বার্সেলোনাকে টপকে ফাইনালে পৌঁছানো ইন্টার মিলানকে ৫-০ ব্যবধানে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম শিরোপা ঘরে তুললো ফরাসি জায়ান্ট প্যারিস সাঁ-জার্মাঁ (পিএসজি)।
১৪ বছর ধরে চেষ্টার পর চেষ্টা করে গেছে কাতার স্পোর্টস ইনভেস্টমেন্টের মালিকানার এই দলটি। তবে ট্রফি ছোঁয়ার ভাগ্য হয়নি তাদের।মেসি-নেইমার-এমবাপ্পের মতো তারকা খেলোয়াড়ও পিএসজিকে রাঙিয়েছিলো। কিন্তু শিরোপা ছিলোনা কপালে তাদের। অবশেষে ২০২৫ সালে এসে তাদের সেই স্বপ্ন পূরণ হলো।
এই জয়ের মূল কারিগর ছিলেন কোচ লুইস এনরিকে, যিনি ২০১৫ সালে বার্সেলোনার ট্রেবল জয়ের পেছনে ছিলেন অন্যতম স্থপতি।
ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় পিএসজি। মাত্র ১২ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন সাবেক ইন্টার ডিফেন্ডার আশরাফ হাকিমি। সতীর্থ ১৯ বছর বয়সী দেজ্যের দুয়েরের ক্রস থেকেই আসে গোলটি।
২০ ও ৬৩ মিনিটে দুয়ে নিজেই করেন আরও দুই গোল। তরুণ এই মিডফিল্ডার যেন নিজের পারফরম্যান্স দিয়ে ছাপিয়ে গেলেন উসমান দেম্বেলে কিংবা লাওতারো মার্তিনেজের মতো তারকাদের।
৭৫ মিনিটে চতুর্থ গোলটি করেন খিচা কাভারাতশখেলিয়া। ইন্টার মিলানের কফিনে শেষ পেরেক ঠুকে দেন বদলি খেলোয়াড় মাইলুলু। তিনি ৮৬ মিনিটে গোলটি করে দলকে তুলে আনেন আকাশচুম্বী ব্যবধানে। স্কোরলাইন দাঁড়ায় ৫-০।
এতটা একপেশেভাবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল জয় সাম্প্রতিককালে চোখে পড়েনি। এই জয় পিএসজির সব পুরনো দুঃখকে ভুলিয়ে দিয়েছে। তাই ম্যাচ শেষে উদযাপনটাও হলো সেভাবে।