৫ আগস্ট পরবর্তী সময়ে লুট হওয়া ১৪০০ অস্ত্র এবং আড়াই লাখ বিভিন্ন বোনেটের গুলি এখনও উদ্ধার হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লে. জে. আব্দুল হাফিজ।
সেগুলো জেলাতে কোনো না কোনো জায়গায় আছে, সন্ত্রাসীদের হাতে পড়তে পারে এবং তারা সেগুলো ব্যবহার করতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। আব্দুল হাফিজ বলেন, এগুলো উদ্ধার করতে হবে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সশস্ত্র বাহিনী ও প্রতিরক্ষা বিষয়ে জেলাপ্রশাসকদের (ডিসি) সঙ্গে আলোচনা শেষে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে লুট হওয়া প্রায় ছয় হাজার অস্ত্র ও ৬ লাখ গুলি লুট হয়েছে। এরমধ্যে ১৪০০ অস্ত্র ও আড়াই লাখ গুলি এখনও উদ্ধার হয়নি।