ভারতের মুম্বাই শহরে এমন এক ভিক্ষুকের সন্ধান মিলেছে যিনি বাংলাদেশী টাকায় ১১ কোটি টাকার সম্পত্তির মালিক।
এতো টাকার মালিক হয়েও তিনি ভিক্ষা ছাড়েননি। তিনি হলেন বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক ভারত জৈন।
ভারত জৈনের ভিক্ষার জায়গা মূলত মুম্বাইয়ের ব্যস্ততম এলাকা ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস ও আজাদ ময়দানের আশপাশে। এখানে তিনি প্রতিদিন দুই থেকে আড়াই হাজার রুপি আয় করেন, যা মাসে প্রায় ৬০ থেকে ৬৫ হাজার রুপিতে পৌঁছে যায়।
দীর্ঘদিন ধরে এই কাজ চালিয়ে তিনি এখন মুম্বাইয়ে দুটি বিলাসবহুল ফ্ল্যাটের মালিক, যার বাজারমূল্য প্রায় দেড় কোটি রুপি।
শুধু ফ্ল্যাটই নয়, থানেতে তার দুটি দোকানও রয়েছে, যেগুলো থেকে মাসে ৩০ হাজার রুপি ভাড়া আসে। তার পরিবারেরও একটি স্টেশনারি দোকান রয়েছে, যা তাদের বাড়তি আয়ের উৎস।
ছোটবেলায় ভারত জৈনের জীবন ছিল চরম দারিদ্র্যে ভরা। পরিবারে আর্থিক অনটনের কারণে তিনি পড়াশোনা চালিয়ে যেতে পারেননি এবং জীবিকা নির্বাহের জন্য বাধ্য হয়ে ভিক্ষা শুরু করেন। সময়ের সঙ্গে সঙ্গে তার আয় বাড়লেও তিনি এখনো সেই পেশায় রয়ে গেছেন।