নরসিংদীতে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগে রাইড শেয়ার মোটরসাইকেল চালক শাহপরানকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৩১ মে) গভীর রাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে পলাশ থানা পুলিশ।
রোববার (১ জুন) নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে ধর্ষণের ঘটনা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তিনি।
পুলিশ জানায়, গত ২৮ মে বিকেলে রাজধানীর মিরপুর থেকে শ্যামলীতে যাওয়ার জন্য ভুক্তভোগী নারী রাইড শেয়ারে ওঠেন। চালকের দেয়া হেলমেট পরার পরপরই ভুক্তভোগী নারী নিজের চেতনা হারিয়ে ফেলে।
পরে রাত সোয়া ৯টার দিকে চালক শাহপরান তাকে ভুল পথে নিয়ে গিয়ে নরসিংদীর ঘোড়াশাল পৌরসভার এক নির্জন স্থানে ধর্ষণ করেন। এরপর ভুক্তভোগীর টাকা ছিনিয়ে নেন এবং হত্যার হুমকি দিয়ে বিকাশের মাধ্যমে পরিবারের কাছ থেকে অর্থ আদায় করেন।
পরে ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ২৯ মে তিনি পলাশ থানায় মামলা দায়ের করেন।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন জানান, ঘটনার পরপরই পুলিশের একাধিক ইউনিট সাঁড়াশি অভিযান চালায়। অবশেষে কেরানীগঞ্জ থেকে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়।