কুমিল্লা শিল্পকলা একাডেমিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর সাম্প্রতিক বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা বিভাগীয় বিএনপি।
সোমবার (১৯ মে) কুমিল্লা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা তার বক্তব্যকে ‘রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত’, ‘অপরিপক্ব’ এবং ‘মানসিক ভারসাম্যহীনতার লক্ষণ’ হিসেবে আখ্যা দেন।
সংগঠনের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, “হাসনাতের বক্তব্য মিথ্যাচার ও বিভ্রান্তিকর। তিনি বলেছেন, কুমিল্লার বিএনপি নেতারা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করেন—এটি দুঃখজনক ও লজ্জাজনক।”
তিনি আরও বলেন, “এ ধরনের মন্তব্য রাজনৈতিক পরিবেশ নষ্টের অপচেষ্টা। তার মানসিক চিকিৎসা প্রয়োজন। যদি তিনি এক সপ্তাহের মধ্যে ক্ষমা না চান ও বক্তব্য প্রত্যাহার না করেন, তাহলে কুমিল্লায় তার রাজনৈতিক কর্মকাণ্ড চালানো কঠিন হবে।”
উল্লেখ্য, ১৬ মে এক সমাবেশে হাসনাত বলেন, “বিএনপির রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে।”