ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী গতকাল ২২ ফেব্রুয়ারি আরও ছয় জিম্মিকে মুক্তি দিয়েছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর বিনিময়ে ৬২০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি অমান্য করেছেন।
রোববার এক বিবৃতিতে ইসরায়েল জানিয়েছে, তারা হামাসের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ফিলিস্তিনি বন্দীদের মুক্তি স্থগিত রাখবে।
এমন পরিস্থিতিতে গাজার যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গুর হয়ে পড়ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকেরা। ১৯ জানুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী হামাস ২৫ জন জিম্মি মুক্তি দিয়েছে, তবে তাদের মুক্তির সময় আয়োজিত অনুষ্ঠানে ইসরায়েলের প্রতি অপমানজনক আচরণের অভিযোগ তোলা হয়েছে।
যুদ্ধবিরতির প্রথম ধাপে ৪২ দিনের মধ্যে হামাস ৩৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার কথা ছিল, যার বিনিময়ে ১ হাজার ৯০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার কথা ছিল। তবে নেতানিয়াহুর বর্তমান অবস্থানে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি প্রক্রিয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।