নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে যাত্রীবাহী একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ট্রলারটিতে ৩৯ জন যাত্রী ছিলেন।
শনিবার (৩১ মে) বিকাল ৩টার দিকে ভাসানচর থেকে নোয়াখালীর পথে যাত্রাকালে ঝড়ো আবহাওয়া ও নদীতে উঁচু ঢেউয়ের মধ্যে ট্রলারটি ডুবোচরের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয় তিনটি বোটের সহায়তায় ৩২ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো ৬ জন যাত্রী নিখোঁজ রয়েছেন।
নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি স্থানীয় জেলেরা শুরু থেকেই উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছেন।