হঠাৎ করেই রাজধানী ঢাকা’সহ সারাদেশে শীতের প্রকোট বেড়েছে। দেশের বেশিরভাগ অঞ্চলেই সূর্যের দেখা মেলেনি।
আবহাওয়াবিদরা বলছেন, দুপুরের পর কিছুটা সূর্যের দেখা পাওয়া যেতে পারে। তবে দেশের সার্বিক তাপমাত্রা কমছে না।
এদিকে আজ বৃহস্পতিবার চুয়াডাঙায় সর্বনিম্ন ১০.০২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকোর্ড করা হয়েছে। যা প্রায় শৈত্যপ্রবাহের কাছাকাছি। আবহাওয়াবিদরা বলছেন, এ আবহাওয়া আগামী ১৭-১৮ ডিসেম্বর পর্যন্ত থাকতে পারে।
কুয়াশার ঘনত্ব পূর্বের তুলনায় অনেক বেড়ে গিয়েছে। দেশের উত্তরাঞ্চলে দিনভর কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, বাতাসের আর্দ্রতা স্বাভাবিকের তুলনায় বেড়ে গেছে। আগামী ৩ দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।