সৎ মাকে ‘মা’ বলে না ডাকায় ২০ বছরের ছেলে সন্তানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে এক বাবা।
ঘটনাটি ভারতের মুম্বাইয়ে ঘটেছে। সম্প্রতি মুম্বাই সেশন কোর্ট অভিযুক্ত বাবাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন।
এই ঘটনাটি ঘটেছিলো ২০১৮ সালের আগস্ট মাসে। সেসময়ে ঘাতক পিতা তার সন্তান আত্মহত্যা করেছে বলে পুলিশের কাছে দাবি করেন।
ঘটনার দিন সকাল ৯টার পর ছেলে সেলিম শেখ কিছুতেই তার সৎ মাকে ‘মা’ বলে ডাকতে রাজি হননি। এতে মারাত্মক রেগে যান বাবা সেলিম আলি ইব্রাহীম শেখ। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে ঘরে থাকা ধারালো ছুরি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে তিনি নিজের ছেলেকে হত্যা করেন।
পরে পুলিশ এসে ঘরের মেঝেতে ছেলের রক্তাক্ত মরদেহ দেখতে পায়। এই মামলা যখন আদালতে ওঠে তখন অভিযুক্ত বাবা দাবি করে তিনি তার ছেলেকে হত্যা করেননি। তার ছেলে নিজেই আত্মহত্যা করেছে। তার ছেলে মাদক নিতো এবং কখনো কখনো তার উপর আক্রমণ চালাতো।
অবশেষে পূর্ণাঙ্গ তদন্তের পর আসল সত্য সামনে আসে। এই ঘটনায় স্বামীর হয়ে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জেরে শাস্তি হয় তার স্ত্রীরও।