তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ক্রমাগত বাড়ছে মানুষের জমায়েত।
স্লোগানে স্লোগানে, মিছিলে মিছিলে পুরো প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠেছে। পতাকা হাতে নিয়ে কেউ কেউ উচ্ছ্বাস করছেন।
শুক্রবার বেলা তিনটা পর্যন্ত দেশের বিভিন্ন জেলা থেকে দলে দলে এসে মানিক মিয়া অ্যাভিনিউতে জড়ো হন মানুষ।
অনুষ্ঠানস্থলে আমন্ত্রিত অতিথিদের জন্য পৃথক ব্যবস্থা রাখা হয়েছে, সেখানে সর্বসাধারণ প্রবেশ করতে পারছে না।
অনুষ্ঠান ঘিরে মেডিকেল টিম, অস্থায়ী ওয়াশ রুম, পুলিশ বুথ, নারীদের জন্য বুথ, ভিআইপি বুথ ও পানির ব্যবস্থা করা হয়েছে।
জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন জানিয়েছেন, দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে নেতা-কর্মীদের পাশাপাশি জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা অংশ নেবেন। এ ছাড়া দেশের ৬৪ জেলা থেকেই মানুষ আসবেন। সন্ধ্যার আগেই অনুষ্ঠান শেষ হবে।