স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমের গাড়ি আটক করে বিক্ষোভ প্রদর্শন করেছেন জুলাই আন্দোলনের আহতরা।
স্বাস্থ্য উপদেষ্টা আহতদের সবাইকে দেখতে যাননি এই অভিযোগ তুলে তার গাড়ি আটকে দেয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।
বুধবার দুপুর পৌনে ১টার দিকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুককে নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বেলা ১১টায় নিটোরে আসেন। সেখানে তারা চতুর্থ তলায় ১ ঘন্টার মতো অবস্থান করে চলে আসতে চাইলে তৃতীয় তলার আহতরা বিক্ষুব্ধ হন।
পরে বিক্ষুদ্ধ আহত ব্যক্তিরা উপদেষ্টার গাড়ির সামনে এসে শুয়ে পড়েন। কেউ কেউ গাড়ির উপরেও উঠে যান। অবস্থা বেগতিক দেখে অন্য গাড়িতে করে উপদেষ্টা ও সারাহ কুক ঘটনাস্থল ত্যাগ করেন।