দাম্পত্য কলহ এবং স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের জেরে স্বামীর গোপনাঙ্গ কেটে পালিয়েছে স্ত্রী।
মেহেরপুর শহরের চক্রপাড়া এলাকায় শনিবার (২১ ডিসেম্বর) রাতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ঐ এলাকা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী স্বামীর নাম ইমাম হোসেন। তিনি পটুয়াখালীর দুমকি থানার বাসিন্দা। তারী পলাতক স্ত্রী নাসরিন খাতুনের বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জে।
স্থানীয়রা জানান, ইমাম হোসেন এবং নাসরিন খাতুন চাকরি সূত্রে মেহেরপুরের চক্রপাড়ার একটি ভাড়া বাসায় থাকতেন। কিন্তু দাম্পত্য কলহ এবং পারস্পরিক মনোমালিন্যের জেরে প্রায়ই তাদের মধ্যে বাকবিতন্ডা হতো। শনিবার রাতেও তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এদিন ভোর ৪টার দিকে বাকবিতন্ডার এক পর্যায়ে স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলেন নাসরিন খাতুন। ঘটনার পর থেকেই তিনি পলাতক।
ইমাম হোসেনকে আহত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করায় স্থানীয়রা। পরে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার্ড করেন।
মেহেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবা রহমান জানিয়েছেন, আমরা অভিযোগ পেয়েছি। তদন্তের পর যথাযথ ব্যবস্থা নেয়া হবে৷