ভারতের উত্তরপ্রদেশের ইটাওয়ায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। স্বামীকে ছেড়ে চাচা শ্বশুরের সঙ্গে পালিয়ে গেছেন এক গৃহবধূ। যাওয়ার সময় সঙ্গে নিয়েছেন নিজের দুই কন্যাসন্তান। তবে স্বামীর কাছে রেখে গেছেন পুত্রসন্তানকে।
পুলিশ জানিয়েছে, গত ৩ এপ্রিল পেশায় ট্যাক্সিচালক জিতেন্দ্র কুমার কানপুর থেকে বাড়ি ফিরে দেখেন, স্ত্রী ও দুই কন্যা কেউই নেই। বাড়িতে ছিলেন কেবল তাঁর বাবা ও ছেলে। অনেক খোঁজাখুঁজির পরেও তাঁদের সন্ধান না পেয়ে অবশেষে জানতে পারেন তার বউ তারই চাচার সাথে পালিয়েছেন।
জিতেন্দ্র জানান, গত কয়েক মাস ধরে ওই চাচা প্রায়ই তাঁদের বাড়িতে যাতায়াত করতেন। স্ত্রীর সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়তে দেখে তিনি আপত্তি জানিয়েছিলেন, কিন্তু তাতে লাভ হয়নি।
ঘটনার পর স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করেন জিতেন্দ্র। একইসঙ্গে স্ত্রী ও দুই কন্যার সন্ধানদাতাকে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। জিতেন্দ্রর বাবা জানান, পুত্রবধূ ফিরবেন কিনা, তা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে তিনি দুই নাতনিকে ফেরত চান ।