জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৮ বিশিষ্ট ব্যক্তিকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।
বৃহস্পতিবার সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের নিকট থেকে এ তথ্য জানা গেছে।
২০২৫ সালে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত বিশিষ্টজনদের মধ্যে আছেন- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম এ জি ওসমানী, বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম, ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর, কবি আল মাহমুদ, কেন্দ্রীয় শহীদ মিনারের অন্যতম নকশাকার নভেরা আহমেদ, পপসম্রাট আজম খান ও আবরার ফাহাদ।
১৯৭৭ সাল থেকে প্রতিবছর স্বাধীনতা পদক দেয়া হচ্ছে৷