বাংলাদেশের স্বাধীনতা দিবসকে স্মরণ করেছে বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল।
গুগলের হোমপেইজের সার্চ বক্সে গেলেই দেখা মিলছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা অঙ্কিত বিশেষ ডুডল।
ডুডলে দেখা যাচ্ছে, নীল আকাশ আর সাদা মেঘের উপরে বাংলাদেশের পতাকা উড়ছে।
গুগল সাধারণত কোন দেশের বিশেষ দিনগুলোকে স্মরণ করে এ ধরণের ডুডল করে থাকে। বিশেষ দিন, সাংস্কৃতিক উদযাপনকে সম্মান ও মর্যাদা দেখাতেই গুগলের এ আয়োজন।