ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. রেবেকা সুলতানা প্রতিষ্ঠিত ডাঃ শামসুল হুদা ও আঞ্জুমান আরা সেবাকেন্দ্রের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও অন্যান্য সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টা থেকে পিরোজপুর জেলার স্বরূপকাঠির উত্তর জগন্নাথকাঠিতে দিনব্যাপী চলে এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প। সেবা পান দুই শতাধিক দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধু ভূষণ দত্ত। তিনি স্থানীয় সমাজসেবক ও সমাজসংস্কারক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,আমি অত্যন্ত আনন্দিত যে রেবেকা গত বারো বছর থেকে এ ধরণের অনুষ্ঠান করে আসছে। আমি আরও আনন্দিত এ কারণে যে তার শিক্ষকরাও এখানে রয়েছেন।
সেবাকেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক ড. রেবেকা সুলতানা তার বক্তব্যে বলেন, এটি একটি অরাজনৈতিক, অসাম্প্রদায়িক এবং অলাভজনক প্রতিষ্ঠান। এখানে সব ধরণের মানুষ সার্ভিস পায়।
তিনি বলেন, আমি নিজেকে তখনই ভাগ্যবান মনে করি যখন অন্যরা আমার সেবাটা নেয়। আমরা ডাকলে তারা যে আসে এটাই অনেক বড় ব্যাপার।
তিনি আরও বলেন, যদি আমরা অসহায়ের সহায়,নিরুপায়ের উপায়, দয়ার সিন্ধু, বিপদের বন্ধু না হতে পারি তাহলে আমাদের মনুষ্যত্ব কোথায়? মনুষ্যত্ব আছে বলেই আমরা শ্রেষ্ঠ জীব। কিন্তু কয়জন মানুষইবা শ্রেষ্ঠ হতে পারে।
অনুষ্ঠানের সঞ্চালক ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনের সিনিয়র আইনজীবী ও ডাঃ শামসুল হুদা ও আঞ্জুমান আরা সেবাকেন্দ্রের অন্যতম পৃষ্ঠপোষক এস এম ইমরান আজাদ বলেন, দেশের ৫০টি জেলায় এই সেবাকেন্দ্রের কাজ চলমান। সেখানে শুধু ফ্রি মেডিকেল ক্যাম্প না, আরও বিভিন্ন সেবা দেয়া হয়। দেশের যে কোন প্রান্তে যে কেউ সমস্যায় পড়লে আমরা সেবা কার্যক্রম পরিচালনা করি। ড. রেবেকা সুলতানার পরিকল্পনায় ২০১২ সাল থেকে ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে সেবার পরিসর।
ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান চিকিৎসক হিসেবে ছিলেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগের প্রধান ডাঃ আশিক দত্ত। তিনি ড. রেবেকা সুলতানার স্কুল-জীবনের বন্ধু। সেবাকেন্দ্রের এই কার্যক্রমের শুরু থেকেই তিনি বিনামূল্যে এই সেবা দিয়ে আসছেন।
ডাঃ আশিক দত্ত তার বক্তব্যে বলেন, সত্যিকার অর্থে মানুষের জন্য কিছু করার যে উদ্যোগ সেটা রেবেকার মধ্যে সবসময়ই ছিল। এখনও আছে। এখানে শুধু ডাক্তাররা ফ্রি দেখেন না, ওষুধও ফ্রি দেয়া হয়। শুধু স্বরূপকাঠি নয়, বাংলাদেশের যে কোন এলাকায় দুর্যোগপূর্ণ কিছু হলে সে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।
ডাঃ আশিক দত্ত ছাড়াও দিনব্যাপী সেবা কার্যক্রম পরিচালনা করেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাঃ প্রমথ মন্ডল ও ডাঃ প্রজ্ঞা লাবনী। এছাড়া ডাঃ সৌভিক সরকারও চিকিৎসা সেবা দেন।
চিকিৎসকরা ছাড়াও অভিজ্ঞ নার্স এবং কম্পাউন্ডাররাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারা বিনামূল্যে রোগীদের ডায়াবেটিস পরীক্ষা, ওজোন পরিমাপ এবং প্রেশার মাপার কাজ করেন।
বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে সেবা নিতে পেরে রোগীরা অত্যন্ত খুশি। এমন অনেক রোগী এসেছেন, যারা ঠিকমতো হাটতেও পারেন না।
প্রসঙ্গত, ২০১২ সালে ড. রেবেকা সুলতানা বাবা ও মায়ের নামে ডাঃ শামসুল হুদা ও আঞ্জুমান আরা সেবাকেন্দ্র গড়ে তোলেন। প্রতিষ্ঠার পর প্রতিবছরই সেবাকেন্দ্র প্রাঙ্গনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়ে আসছে। বর্তমানে সারা বাংলাদেশের ৫০টি জেলায় এই সেবাকেন্দ্রের স্বেচ্ছাসেবকরা কাজ করছেন। ফ্রি মেডিকেল ক্যাম্প ছাড়াও সেবাকেন্দ্রটি থেকে বহুমুখী সেবা দেয়া হয়।