স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবিন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাবনা-সিরাজগঞ্জ মহাসড়ক অবরোধ করেছেন।
গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) প্রায় ৪ ঘন্টা আন্দোলনকারীরা এ অবরোধ কর্মসূচি পালন করেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ২০১৬ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও এখন পর্যন্ত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ হয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে নেয়া হয়না তেমন কোন উদ্যোগ। ৬ষ্ঠ ব্যাচ অতিক্রম করলেও মিলছে না নিজস্ব ক্যাম্পাস। প্রতিষ্ঠার সময়ে স্থানীয় কলেজগুলোর ভবন ভাড়া নিয়ে শিক্ষা কার্যক্রম চালু করা হয়েছিল, যা এখনো চলমান।
খোঁজ নিয়ে জানা গেছে, নিজস্ব ভবন না থাকায় ১১০০ জনেরও বেশি শিক্ষার্থীকে ভোগান্তি পোহাতে হচ্ছে। ভবন সংকটের কারণে উপযুক্ত শিক্ষার পরিবেশ, মানসম্মত ক্লাস, গবেষণা, খেলাধুলাসহ বিভিন্ন সেক্টরে পিছিয়ে পড়ছে শিক্ষার্থীরা।
এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে ক্যাম্পাস স্থায়ীকরণে বিভিন্ন তালবাহানায় শুধু কালক্ষেপণ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে শিক্ষার্থীরা। রয়েছে নিয়োগ বাণিজ্য ও বাজেট লুটপাটের অভিযোগও।
শিক্ষার্থীদের আন্দোলন এবং দাবির সাথে সংহতি জানিয়েছে স্থানীয় বাসিন্দারাও।