রাজশাহীতে ট্রাক-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন।
সোমবার ভোরে জেলার গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন জানিয়েছেন, অ্যাম্বুলেন্সে করে স্ট্রোকের রোগী নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার সময় রাজাবাড়ি এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং আহত হন আরও ৩ জন।
তিনি জানান, আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়েছেন। তাকে ধরার চেষ্টা করা হচ্ছে।