মিয়ানমারের সাগাইং অঞ্চলের দেপায়িন টাউনশিপে একটি স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশই স্কুলশিক্ষার্থী বলে জানা গেছে।
সোমবার (১২ মে) ইউরো নিউজের এক প্রতিবেদনে এ মর্মান্তিক ঘটনার খবর প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, একটি যুদ্ধবিমান থেকে গ্রামে অবস্থিত স্কুলে প্রায় ৫০০ পাউন্ড ওজনের একটি বোমা ফেলা হয়। হামলার সময় স্কুলটিতে প্রায় ১০০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। স্থানীয় সময় অনুযায়ী, বোমা বিস্ফোরণের সময় প্রাথমিক ও উচ্চবিদ্যালয় স্তরের শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে পাঠরত ছিল।
‘হোয়াইট ডেপায়িন পিপলস ডিফেন্স ফোর্স’ নামের একটি স্থানীয় প্রতিরোধ গোষ্ঠীর একজন সদস্য জানিয়েছেন, সরাসরি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আহতদের সংখ্যা অন্তত ৩০, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় এক শিক্ষা সহায়তা সংগঠনের তথ্যমতে, এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ এলাকায় জরুরি চিকিৎসা সুবিধার তীব্র সংকট রয়েছে।
২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক বাহিনী দেশটির নির্বাচিত সরকারকে উৎখাত করার পর থেকেই সাগাইং অঞ্চলটিতে জান্তার দমন-পীড়ন এবং বিমান হামলা বেড়েছে। অঞ্চলটি গণতন্ত্রপন্থী প্রতিরোধ গোষ্ঠীগুলোর অন্যতম ঘাঁটি হিসেবে পরিচিত।