ভিক্ষুকদের ধরার জন্য অভিযান চালিয়েছিলো সৌদি আরব। গত সেপ্টেম্বরে চালানো এ অভিযানে অসংখ্য পাকিস্তানি ভিক্ষুক পায় তারা।
এই ঘটনার পর ভিক্ষাবৃত্তি ঠেকাতে পাকিস্তান কঠোর অবস্থানে যাচ্ছে। সৌদি আরবের সতর্ক বার্তার প্রেক্ষিতে নিজ নাগরিকদের ভিক্ষা করবেনা এই শর্তে মুচলেকা দিয়ে তীর্থযাত্রা করতে হবে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৌদির ডেপুটি-স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছে, তারা ইতোমধ্যে ৪ হাজার ৩০০ ভিক্ষুককে ‘এক্সিট কন্ট্রোল’ লিস্টে পাঠিয়ে দিয়েছে।
এআরআই নিউজের রিপোর্টে বলা হয়েছে, তীর্থযাত্রীদের এখন সৌদি যাওয়ার আগে মুচলেকা দিতে হবে। অঙ্গীকার করতে হবে- তারা সৌদিতে যাওয়ার পর ভিক্ষাবৃত্তি করবে না।