সৌদি আরবে মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।
দেশটির সুপ্রিম কোর্ট এক ঘোষণায় জানিয়েছে, বুধবার (২৮ মে) থেকে হিজরি ১৪৪৬ সনের জিলহজ মাস শুরু হবে। সে অনুযায়ী, আরাফাহ দিবস পালিত হবে আগামী ৫ জুন (বৃহস্পতিবার) এবং ৬ জুন (শুক্রবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
এর আগে আদালত নাগরিকদের খালি চোখে বা দূরবীন দিয়ে চাঁদ দেখার অনুরোধ জানায় এবং দেখা গেলে তা স্থানীয় আদালত বা প্রশাসনকে জানানোর আহ্বান জানায়।
অন্যদিকে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনেই ও সিঙ্গাপুরও মঙ্গলবার তাদের নিজ নিজ চাঁদ দেখা কমিটির ভিত্তিতে ঈদের তারিখ ঘোষণা করেছে।
ইন্দোনেশিয়ায় চাঁদ দেখা যাওয়ায় দেশটিতেও ৬ জুন ঈদ উদযাপন হবে। তবে মালয়েশিয়া, ব্রুনেই ও সিঙ্গাপুরে চাঁদ দেখা না যাওয়ায় এসব দেশে ৭ জুন (শনিবার) ঈদুল আজহা উদযাপিত হবে।