গাজায় অব্যাহত ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এবং ফিলিস্তিনিদের সংহতি জানাতে আজ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ অনুষ্ঠিত হবে।
বিকেল ৩টা থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত আন্তর্জাতিক জনমত গঠনের পাশাপাশি , ফিলিস্তিনিদের প্রতি মানবিক সহানুভূতি জাগ্রত করতেই এই আয়োজন।
‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামের একটি প্ল্যাটফর্ম এই কর্মসূচির আহ্বান জানিয়েছেন।
‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে সভাপতিত্ব করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক।
ফিলিস্তিনিদের পক্ষে এটিই সবচেয়ে বড় গনজমায়েত হতে যাচ্ছে বলে মনে করছেন আয়োজক ও সংশ্লিষ্টরা।