অনলাইন নিউজ পোর্টাল ‘সময়ের দৃষ্টি’র মুক্ত চিন্তা বিভাগে প্রকাশিত লেখা থেকে গত ডিসেম্বর মাসের সেরা লেখক নির্বাচিত হয়েছেন মোফাজ্জল হোসেন।
সোমবার রাতে তার হাতে সেরা লেখকের পুরষ্কার তুলে দেন সময়ের দৃষ্টির প্রকাশক এস এম ইমরান আজাদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. রেবেকা সুলতানা।
মোফাজ্জল হোসেন ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর শিক্ষার্থী। তিনি পুরষ্কার পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, ‘তরুণদের জন্য সময়ের দৃষ্টির মুক্ত চিন্তা বিভাগ রাখার বিষয়টি অভিনব পদক্ষেপ। আমি সম্মানিত দু’জন ব্যক্তির হাত থেকে পুরষ্কার নিতে পেরে অত্যন্ত আনন্দিত।’
ঢাবি অধ্যাপক ড. রেবেকা সুলতানা বলেন, সময়ের দৃষ্টির এ সুন্দর কার্যক্রম চলমান থাকুক। এর মাধ্যমে আমরা তরুণদের ভাবনা, পরিকল্পনা সম্পর্কে জানতে পারব। আরও সৃজনশীল, যুগোপযোগী লেখা কামনা করছি।
সময়ের দৃষ্টির প্রকাশক এস এম ইমরান আজাদ বলেন, সময়ের দৃষ্টি হচ্ছে একটি সময়োপযোগী নিউজ পোর্টাল। একটি জাতির মেরুদণ্ড হলো তরুণরা। তাদের চিন্তা-ভাবনা, পরিকল্পনা প্রতিফলিত হলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে। এজন্যই আমরা বিশেষত তরুণদের জন্য মুক্ত চিন্তা বিভাগটি রেখেছি। আশা করছি, তরুণদের কাছ থেকে আরও সুচিন্তিত এবং গবেষণাধর্মী লেখা আসবে।