বাংলাদেশ সুপ্রিম কোর্টের বার অডিটোরিয়ামে “সত্য, ন্যায় ও সম্প্রীতির বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২৯ জানুয়ারি (বুধবার) এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব ড. ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম, ব্যারিস্টার সারা হোসেন, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, মানবাধিকারকর্মী এবং নেত্র নিউজের প্রধান সম্পাদক তাসনীম খলিল ও ব্যারিস্টার সাকিব মাহবুবসহ আরও অনেকে।
সভায় শেখ হাসিনার শাসনামলের গুম, খুন, দুর্নীতি এবং জনগণের অধিকার হরণের বিষয়টি বিশদভাবে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে চলা নেতিবাচক ন্যারেটিভ এবং মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করে জনগণের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছিল, যা বাংলাদেশের জনগণমুখী রাজনীতির পরিপন্থী।
সভায় তাসনীম খলিল সেনাবাহিনী, ডিজিএফআই ও র্যাবের অপকর্ম নিয়েও বিস্ফোরক তথ্য উপস্থাপন করেন।
তিনি বলেন, “সব দায় কেন পুলিশের? এর সাথে জড়িত রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী এবং আইনি উচ্চপর্যায়।”
শেখ হাসিনা সরকারের ২০০৯ সাল থেকে ২০২৪ সালের জুলাই-আগস্ট পর্যন্ত নানা অপকর্ম সংঘটিত হয়েছে বলে আলোচকরা উল্লেখ করেন।
তারা বলেন, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরে মাদ্রাসার হুজুর ও শিক্ষার্থীদের হত্যা, গুম, খুন এবং জুলাই-আগস্ট মাসে প্রায় ৩,০০০-এর অধিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল।
আলোচকবৃন্দ বলেন, আগামীর বাংলাদেশ হবে সত্য, ন্যায় ও সম্প্রীতির বাংলাদেশ। জনগণমুখী রাজনীতি ও জনগণের অধিকারই হবে ভবিষ্যৎ রাজনীতির মূল বিষয়।
সরকারের প্রেস সচিব বলেন, “আমরা সত্য, ন্যায় ও সম্প্রীতির বাংলাদেশের বীজ বপনের চেষ্টা করছি, যার সুফল আগামীর তরুণ প্রজন্ম ভোগ করতে পারবেন।”