রাতভর প্রচেষ্টার পর সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজি এলাকার আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবু নতুন করে আগুন লেগেছে গুলিশাখালী বন টহল ফাঁড়ি এলাকায় ।
এই স্থানটি কলমতেজি এলাকা থেকে এক কিলোমিটার দূরে৷ এখানে ধোঁয়ার কুন্ডলী দেখা গেছে।
স্থানীয় সাংবাদিকরা ড্রোন উড়িয়ে ঐ এলাকার ধোঁয়ার কুন্ডলী দেখতে পান।
এছড়াও ৩-৪টি জায়গায় বিক্ষিপ্তভাবে ধোঁয়া দেখতে পাওয়া গেছে বল জানিয়েছে বন কর্মকর্তারা।