সুনামগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে পূর্বঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়েছে আওয়ামী লীগ ও বিএনপি।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে জেলার শান্তিগঞ্জের ছয়হালের মাঠে এই ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ঐ এলাকায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ছিলো। এ অনুষ্ঠানের আয়োজন ঘিরে ইউনিয়ন বিএনপির সভাপতি নুর মিয়ার সাথে আওয়ামী লীগের সহ-সভাপতি সুফি মিয়ার বাকবিতণ্ডা হয়। আধিপত্য বিস্তার এবং ক্ষমতা দেখাতে আজ দু’পক্ষ পূর্বঘোষণা দিয়েই সংঘর্ষে জড়িয়ে পড়ে।
দুই পক্ষের মধ্যে চলে ধাওয়া-পাল্টাধাওয়া। সংঘর্ষের সময় উভয় পক্ষের হাতে দেশীয় অস্ত্র দেখা গেছে।
সংঘর্ষের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনও ঐ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।