অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্তে ঐ ধরণের কোন উত্তেজনা নেই। সীমান্তে অন্যান্য সময়ের মতো একই অবস্থা চলছে।
বৃহস্পতিবার পূর্বাচলে সিভিল ডিফেন্স স্টেশনে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।
তিনি বলেন, আপনারা জানেন যে ভারতীয় মিডিয়া মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমরা যারা দেশে আছি আমরা সবাই একসাথে এর প্রতিবাদ করব।
এসময় তিনি বাংলাদেশি মিডিয়াকে উদ্দেশ্য করে বলেন, ‘এটার এটার জবাব কিন্তু আপনারাই দিতে পারেন সত্যি ঘটনা প্রকাশ করার মাধ্যমে ‘।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ধরণের নগন্য প্রচার, মিথ্যা প্রচার কেবল ভারতীয় মিডিয়াই করতে পারে। অন্য কোন দেশের মিডিয়া এটা করতে পারেনা। এর প্রতিউত্তরে আপনারা সত্যটা প্রকাশ করে দিবেন।