সিলেটের গোলাপগঞ্জে ভারী বর্ষণে টিলা ধসে মাটিচাপা পড়ে একই পরিবারের চারজন নিহত হয়েছেন।
রোববার (১ জুন) ভোররাত পৌনে ৩টার দিকে উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট গ্রামে এ মর্মান্তিক ঘটে।
স্থানীয়রা জানান, মো. ইয়াজ উদ্দিন তার স্ত্রী, ছেলে ও মেয়েকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ পাশের টিলা ধসে তাদের আধাপাকা ঘরের ওপর পড়ে এবং পরিবারটি মাটিচাপা পড়ে যায়। এলাকাবাসী উদ্ধার তৎপরতা চালালেও ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন।
তবে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলেও তারা ঘটনাস্থলে পৌঁছাতে দেড়ি করেছে বলে অভিযোগ করেছেন লক্ষনাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খলকু।
গোলাপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান মোল্লা জানান, টানা বৃষ্টিতে রাস্তাঘাটে জলাবদ্ধতা ও গাছ পড়ে পড়ায় ফায়ার সার্ভিসকে বিকল্প পথ ধরে যেতে হয়, যার ফলে দেরি হয়।
ফায়ার সার্ভিস সিলেট তালতলা নিয়ন্ত্রণ কক্ষ জানায়, ভোর ৪টার দিকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
এদিকে একই রাতে চৌধুরীবাজার ও বিয়ানীবাজারেও টিলা ধসের ঘটনা ঘটেছে। তবে সেসব স্থানে কেউ হতাহত হয়নি।