পতন ঘটলো সিরিয়ায় স্বৈরশাসক বাশার আল আসাদের। স্থানীয় সময় রবিবার নিজের ব্যক্তিগত প্লেনে করে সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে অজানা গন্তব্যে পালিয়ে গেছেন তিনি।
বিদ্রোহী গোষ্ঠী তাহরির আল-শাম (এইচটিএস) দামেস্কে প্রবেশ করার পরপরই দেশ ত্যাগ করেন তিনি। এইচটিএস বলেছে, আসাদের পতনের মাধ্যমে অন্ধকার যুগের অবসান ঘটলো এবং নতুন যুগের সূচনা হলো।
এদিকে আসাদের পতনের পরপরই সিরিয়ার রাস্তায় উল্লাস করতে দেখা গেছে সাধারণ মানুষদের।
বিদ্রোহীরা জানিয়েছে, আসাদের স্বৈরশাসনের সময় যারা নিপিড়ীত হয়েছেন এবং কারাবাস করছেন তাদের সবাইকে মুক্তি দেয়া হবে।
এদিকে দামেস্কের সবচেয়ে বড় কারাগার ‘সেদনায়া’ থেকে হাজার হাজার বন্দীকে মুক্ত করা হয়েছে। বিদ্রোহীরা সবাইকে নিশ্চিন্তে বাড়ি ফেরার আশ্বাস দিচ্ছেন।
আসাদের পতনের পরই ইরান সমর্থিত হেজবুল্লাহ হোমস এবং দামেস্ক শহর থেকে তাদের সৈন্য প্রত্যাহার করেছে।
এদিকে আসাদের পতনের পর বাংলাদেশেও অনেককে উল্লাশ প্রকাশ করতে দেখা যায়। সোস্যাল মিডিয়ায় অনেকেই সিরিয়ার বিজয় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে পোস্ট দিয়েছেন।