সিরিয়ায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুসারীদের সঙ্গে সরকারি বাহিনীর ভয়াবহ সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ৭০ জনের বেশি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেকে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ার লাতাকিয়া প্রদেশে এ সংঘর্ষ হয়েছে। এই এলাকায় রাশিয়া নিয়ন্ত্রিত একটি বিমানঘাঁটি রয়েছে।
আসাদের পতনের পর এটি সবচেয়ে সহিংস হামলা বলে জানিয়েছে বিবিসি। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, লাতাকিয়া প্রদেশ ছাড়াও হোমস এবং আলোপ্পো শহরেও সংঘর্ষের খবর পাওয়া গেছে।
সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল হাসান আবদুল গনি আসাদপন্থী বাহিনীকে অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছেন, না হলে কঠোর পরিণতির মুখোমুখি হওয়ার হুঁশিয়ারি দেন।