সার্বিয়ার পার্লামেন্টে অধিবেশন চলাকালে দেশটির বিরোধীদলীয় আইনপ্রণেতারা পার্লামেন্টের মাঝখানে গ্রেনেড হামলা চালিয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) দেশটির সরকারের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাতে পার্লামেন্টের ভেতরেই স্মোক গ্রেনেড ছুড়ে মারেন।
এই ঘটনায় একজন আইনপ্রণেতা গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।
চার মাস ধরে চলা ছাত্র আন্দোলনটি শিক্ষকদের, কৃষকদের এবং অন্যান্যদেরকে নিয়ে এখন বড় ধরণের প্রতিবাদে পরিণত হয়েছে। সার্বিয়ান সরকারের দুর্নীতি ও অযোগ্যতার বিরুদ্ধে সার্বিয়ানরা এখন বিক্ষুব্ধ।
মঙ্গলবার অধিবেশনের সময় যখন ক্ষমতাসীন দল সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টির (এসএনএস) নেতৃত্বাধীন জোট সরকার তাদের এজেন্ডা অনুমোদন করেছিল তখন কিছু বিরোধী রাজনীতিবিদ তাদের আসন ছেড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এসময় স্মোক গ্রেনেড এবং কাঁদানে গ্যাস ছুঁড়ে মারেন কয়েকজন। ফলে কালো ও গোলাপী ধোঁয়ায় পার্লামেন্ট ছেঁয়ে যায়।
১৯৯০ সালে দেশটিতে বহু-দলীয় গণতন্ত্রের যাত্রা শুরুর পর থেকেই পার্লামেন্টে অপ্রীতিকর ঘটনা ঘটছে। কখনো মারামারি লেগে যায়, কখনো কেউ পানি ছুঁড়ে মারে আবার কখনো শিস এবং শিঙা বাজায়।