সারাদেশে একযোগে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা।
আজ সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হয়, পরীক্ষা শেষ হবে বেলা ১টায়।
আগামী ১৩ মে পর্যন্ত চলবে এ তত্ত্বীয় পরীক্ষা। আর ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১৫ই মে এবং শেষ হবে ২২ই মে।
এ বছর পূর্ণাঙ্গ সিলেবাসে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ৯টি শিক্ষাবোর্ডের ২ হাজার ২৯১টি পরীক্ষা কেন্দ্রে চলছে পরীক্ষা।
আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৭২৫টি।