সারাদেশে কর্মরত ২৫২ জন বিচারককে একযোগে বদলি এবং ১২ জনকে পদোন্নতিমূলক বদলি করেছে সরকার।
সোমবার (২ জুন) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত পাঁচটি প্রজ্ঞাপন জারি করা হয়।
আইন ও বিচার বিভাগের উপসচিব (প্রশাসন-১) এ এফ এস গোলজার রহমান এই প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেছেন।
প্রজ্ঞাপন থেকে জানা যায়, বদলি হওয়া বিচারকদের মধ্যে ১৬২ জন সহকারী ও সিনিয়র সহকারী জজ, ৩৮ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং বাকিরা অন্যান্য পদমর্যাদার বিচারক।
এছাড়া, ১২ জন বিচারককে পদোন্নতি দিয়ে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।
আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রশাসনিক কার্যকারিতা বৃদ্ধি, অভ্যন্তরীণ শৃঙ্খলা ও বিচারিক কার্যক্রমে গতিশীলতা আনতেই এই বড় পরিসরের রদবদল করা হয়েছে।