ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে ও সুষ্ঠু বিচারের দাবিতে আবারও শাহবাগ মোড় অবরোধ করেছে ছাত্রদল।
বৃহস্পতিবার (২২ মে) সকাল পৌনে ১১টায় তুমুল বৃষ্টির মধ্যেও পূর্বঘোষিত এ কর্মসূচিতে অংশ নেয় সংগঠনটির নেতাকর্মীরা।
অবরোধের কারণে যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকলেও অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহনগুলো তারা ছেড়ে দেয়।
ছাত্রদল নেতারা জানান, পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী বিকেল ৫টা পর্যন্ত তারা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করবেন। পাশাপাশি হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনেও অবস্থান নেওয়ার পরিকল্পনা রয়েছে।
ছাত্রদলের দাবি, সাম্য হত্যার ঘটনায় মূল ঘাতকসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে প্রশাসনের ব্যর্থতায় উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করছে তারা।
উল্লেখ্য, ১৩ মে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী সাম্য। ঘটনার পর থেকেই ছাত্রদল লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে।