সাধারণ মানুষ সংস্কার বোঝেনা, তারা বোঝে আমি যেন আমরা ভোটটা দিতে পারি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ পঞ্চগড়ের বোদায় অনুষ্ঠিত এক জনসভায় এ কথা বলেছেন।
তিনি আরও বলেন, সাধারণ মানুষ বোঝে আমার দেশে যেন শান্তি থাকে, জিনিসপত্রে দাম যেন কম হয়, মারামারি-চুরি-ডাকাতি যেন না হয়।
ভোট চাওয়ার কারণ উল্লেখ করে তিনি বলেন, ভোটটা দিতে পারলে আমরা আমাদের সঠিক লোক নির্বাচন করতে পারব। সেই লোক পার্লামেন্টে গিয়ে দেশের জন্য ভালো কাজ করবেন।
এসময় তিনি জনগনকে ঘুষ দিতে নিষেধ করেন। তিনি যারা ঘুষ চান তাদেরকে পু্লিশে ধরিয়ে দেয়ার অনুরোধ জানান।