সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে সিআইডি (পুলিশ অপরাধ তদন্ত বিভাগ)।
সোমবার (৩ মার্চ) দুপুরে তাকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়।
ইমরান হোসেনের বিরুদ্ধে ১৩৩ কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে। সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট এ বিষয়ে মামলা করেছে।
জানা গেছে, সাদিক এগ্রো প্রতিষ্ঠানটি চোরাচালান, প্রতারণা এবং জালিয়াতির মাধ্যমে অনুমোদনহীন গরু আমদানি, বিদেশি পশু বিক্রিসহ নানা অবৈধ কার্যক্রমে জড়িত ছিল।
আগামীকাল (৪ মার্চ) সংবাদ সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে ।