ঢাকার সরকারি সাত কলেজকে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণার বাস্তবায়নে বিলম্বের প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষার্থীরা।
আজ (শনিবার) বিকেল ৪টায় ইডেন মহিলা কলেজের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সাত কলেজের অর্গানাইজিং উইং এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিশ্ববিদ্যালয় রূপান্তরের ঘোষণা আসার দুই মাস পেরিয়ে গেলেও এখনো রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি হয়নি, গঠিত হয়নি অন্তর্বর্তীকালীন প্রশাসনও। এতে ভর্তি কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীরা সেশনজটে পড়েছেন।
আন্দোলনের মুখপাত্র মো. নাইম হাওলাদার বলেন, “আমরা প্রথমে শান্তিপূর্ণ ও ‘সফট’ কর্মসূচি দেব। কিন্তু দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি, এমনকি রাস্তায় নেমে ব্লকেডেরও ঘোষণা আসতে পারে।”
গত ২৭ জানুয়ারি সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে মুক্ত করার ঘোষণা আসে। এরপর ১৬ মার্চ শিক্ষা মন্ত্রণালয় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের কথা জানায়। তবে কার্যকর কোনো প্রশাসনিক কাঠামো গঠিত না হওয়ায় শিক্ষার্থীরা উদ্বেগ প্রকাশ করছেন এবং মে মাসের মধ্যেই অধ্যাদেশ ও প্রশাসন গঠনের দাবি জানাচ্ছেন।